আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় নরসিংদী পৌরসভার সামনে এনসিপির আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নানা ষড়যন্ত্র, হামলার মাধ্যমে এনসিপিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয়গান হবেই। এ জন্য জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।’
ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, ‘তারা নাগরিক পার্টির কেউ নয়। তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এসবও রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।’