দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাউন অফ পেমব্রোক পার্ক-এর সাথে দিনাজপুর পৌরসভার বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এই চুক্তিতে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি এই তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এসময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাউন অফ পেমব্রোক পার্ক-এর ভাইস মেয়র মুসফেকা কাশেম ও দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিনের মধ্যে এই বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পেমব্রোক পার্ক-এর ভাইস মেয়র মুসফেকা কাশেম বলেন, বাংলাদেশের সাথে অনেক দেশের ফ্রেন্ডশিপ আছে। তবে কোনো দেশের সিটির সাথে সিটির বন্ধুত্ব স্বাক্ষর এটাই প্রথম। আমি চাইলে যেকোনো দেশকে বাছাই করতে পারতাম কিন্তু আমার মাতৃভূমি, আমার জেলা শহর দিনাজপুর পৌরসভাকেই বেছে নিয়েছি। এই অবহেলিত শহরটিকে উন্নয়ন করার ইচ্ছা চেষ্টা করে যাব। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করবো। সেজন্য প্রয়োজন সবার সহযোগিতা।
দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন বলেন, এমন চুক্তি দিনাজপুর পৌরসভার ইতিহাস শুধু নয় সবার জন্য একটি নতুন অভিজ্ঞতা। এই চুক্তি সম্পাদনের ফলে দিনাজপুরের মানুষরা উপকৃত হবেন। এখানকার শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হবে বলে আশা করছি। এটি দিনাজপুর ও দেশের জন্য একটি মাইলফলক।