বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাতকানিয়া – লোহাগাড়া হতে নির্বাচিত সাবেক এমপি, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার এবং দলীয় হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াত – বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের অজস্র নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, হয়রানিমূলক সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
(৩০ জুলাই বুধবার )তিনি চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানান।
পিপি’র সাথে সাক্ষাতে তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াত – শিবিরের নেতাকর্মীসহ সকল নিরপরাধ মজলুমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানান। জেলা পিপি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এ সময় চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত জেলা পিপি ও কয়েকজন বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী পুলিশ হাজার হাজার নিরপরাধ লোকজনকে গণহারে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে নিক্ষেপ করে জুলুম করেছে। এসব মামলার কারণে অনেক চাকরিজীবি চাকরি হারিয়েছে। অনেকে হয়েছে সর্বশান্ত। ফ্যাসিস্ট হাসিনা পালানোর এক বছর পরও মামলাগুলো বহাল তবিয়তে রয়ে গেছে।