নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বাল্কহেডের (বালুবোঝাই নৌযান) ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিহত দুই জেলে পরিবার পেল আর্থিক সহায়তা।
বুধবার (৩০ জুলাই) বিকেলে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন এ সহায়তার চেক তুলে দেন।
নিহত জেলারা হলেন, হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে আরাফাত উদ্দিন ও চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মাইন উদ্দিন (১৭)।
জানা গেছে, গত সোমবার (২৮ জুলাই) ভোর রাতে মাছ ধরা শেষে ট্রলারটি নদীর কিনারায় নোঙর করে ঘুমাচ্ছিলেন চার জেলে। রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ দিক থেকে আসা একটি ব্লকহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি উল্টে যায়। পরে জেলেদের চিৎকারে আশপাশের জেলেরা এসে দুজনকে জীবিত উদ্ধার করেন। পরবর্তীতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত দুই জেলের সাথে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা তাদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দুইটি চেক প্রদান করেছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি।