মির আখতারুজ্জামান রুবেল : ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মো. মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩০ জুলাই রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সৈয়দ মো. মাসুদ ফটিকছড়ির গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।নাগরিক ও উন্নয়নমূখী সাংবাদিকতায় তার যথেষ্ট ভূমিকা রয়েছে। তার সাংবাদিকতা পেশায় যেমন রয়েছে সততা-বিনয় তেমনি শিক্ষক হিসেবেও শিক্ষার্থীদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন সৈয়দ মাসুদ।ফটিকছড়ির শিক্ষক সমাজে জনপ্রিয় শিক্ষক হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে।
তার মৃত্যুতে ফটিকছড়ির সাংবাদিক সমাজ সহ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।