সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২০) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৩)। আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলে করে দুইজন যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি তেলবাহী লরি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুইজনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
উপজেলা স্বেচ্চাসেবক দলের সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুই জন নিহত হয়েছেন।’
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন, ‘উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তেলবাহী লরির ধাক্কায় দুইজন নিহত ও আরো একজন আহত হয়েছেন।’
এদিকে গত ৩০ জুলাই রাতে হালিশহর এলাকায় লিংক রোডে মোটরসাইকেল আরোহী রোহান খান(২২) নামে যুব কে কালো রঙের মাইক্রোবাসের ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
এছাড়াও গত কয়েকদিনে লিংক রোড, মহাসড়ক ও হাইওয়ে রোড়ে ৫/৭ জনের মৃত্যু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সকল দূর্ঘটনায় বেপরোয়া গাড়ি চালানোর এবং ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। এই বিষয়ে স্ংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরো সর্তক থেকে দায়িত্ব পালন জরুরী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।