বাংলাদেশ আহলুসসুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম বিআইএ মিলনায়তনে এ সভা এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আহলুসসুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি আল্লামা ড. সাইয়েদ মোহাম্মদ আবু নোমান। আহলুসসুন্নাত ওয়াল জামায়াত এর সেক্রেটারি মুহাদ্দিস আহমদুর রহমান নদভীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহম্মদ সলিমুল্লাহ, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মমতাজুর রহমান, সলিমা সিরাজ মহিলা ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান, বিশিষ্ট লেখক গবেষক কলামিস্ট অধ্যাপক মাওলানা মুনিরুল ইসলাম রফিক, কাট্টলি জাকেরুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু হানিফা মোহাম্মদ নোমান, সলিমা সিরাজ মহিলা ফাজিল ডিগ্রী মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ মোহছেন আল হোসাইনী, দারিল উলুম আলীয়া মাদরাসার মুফাসসির মাওলানা আনোয়ার হোসাইন সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদরাসার মুফাসসীর, মুহাদ্দিস ও গুরুত্বপূর্ণ মসজিদের ইমাম/খতিবসহ আহলুসসুন্নাত ওয়াল জামায়াত এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৫শে আগস্ট ১লা রবিউল আউয়াল বার্ষিক মিলাদুন্নবী (সাঃ) মাহফিল বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অপারেশনের সফলতা এবং পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান।