চট্টগ্রাম মহানগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ বাফুফের নিবন্ধিত ফুটবল একাডেমির ৩য় আয়োজন হিসেবে এবার জুলাই -আগস্ট শহীদ স্মৃতি আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে আজ ৩রা আগস্ট রোববার বিকেল থেকে প্রস্তুতিমূলক অনুশীলন সিডিএ বালুর ২ নং মাঠে শুরু হয়েছে।
একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার নেতৃত্বে এবার এই একাডেমি কাপ দুইভাগে বিভক্ত হয়ে মাঠে গড়াবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
রোববার বিকেলে প্রস্তুতিমূলক অনুশীলনে নবাগত দুই খেলোয়াড় কে নতুন বল উপহার দিয়ে বরণ করে নেন সহ সমন্বয়কারী ও সাবেক সিনিয়র ফুটবলার মোঃ ওমর ফারুক, মোঃ আল আমিন সহ অন্যান্য সদস্য, খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আগামী ৮ ও ৯ আগস্ট দুটি আন্তঃ একাডেমি কাপ ফুটবলের জন্য দল গঠন ৫ আগস্ট সকাল ৮ টা,বিকাল সাড়ে ৪টায় এবং চূড়ান্ত দল গঠন ৬ ই আগস্ট বিকেলে গঠন করা হবে।
৯ আগস্ট শনিবার বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য, স্থানীয় সাবেক ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিগত বছরের ন্যায় এবারও লটারির মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হবে। সবাই কে স্বক্রিয়ভাবে উক্ত বিশেষ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা অনুরোধ জানিয়েছেন।