1. news@2takarkhobor.online : 2takarkhobor.online 2takarkhobor.online : 2takarkhobor.online 2takarkhobor.online
  2. info@www.2takarkhobor.online : ২ টাকার খবর :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত, আজ থেকেই কার্যকর ‘নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে’ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের ইসির যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬টি দল ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনমত গঠন করে জামায়াত প্রার্থীকে বিজয় করতে ভূমিকা রাখতে হবে পশ্চিম বাকলিয়ায় নির্বাচনী সেন্টার ও বুথ কমিটির প্রতিনিধি সভায় মুহাম্মদ শাহজাহান হাতিয়ায় অস্ত্র সহ গ্রেফতার নিজামের ফাঁসির দাবিতে জেলেদের বিক্ষোভ মিছিল চট্টগ্রাম মহানগরী জামায়াতের ওলামা সমাবেশে ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন সাহসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশে মুহাম্মদ শাহজাহান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগস্ট) ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। এমতাবস্থায় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনকল্যাণময় দেশ বিনির্মাণে জাতি আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী—ফ্যাসিস্টরা দেশে অপশাসন—দুঃশাসন চালিয়েছে। কিন্তু ছাত্র—জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে দেশ ছেড়ে বিদায় নিতে হয়েছে। তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেবে না।

মঙ্গলবার বাদে আসর চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম—২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম—১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম—৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম, নগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জামায়াতে ইসলামী শত প্রতিকূলতার মাঝেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন চালিয়েছে। এক মুহূর্তের জন্যও জামায়াতে ইসলামী রাজপথ থেকে সরে যায়নি। শুধু আন্দোলন সংগ্রামই নয়; জামায়াতে ইসলামী জনগণের যে কোনো প্রয়োজনে দুর্যোগে দলমত, ধর্মবর্ণ, জাতি—গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

গণমিছিল পূর্বসমাবেশে সভাপতির বক্তব্যে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করতে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিভেদের রাজনীতির কবর রচনা করতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিলো একটি বৈষম্যহীন সমাজ গঠন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম।

তিনি বলেন, ১৯৭০ নির্বাচনের ম্যান্ডেট মেনে না নেয়ায় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধই ছিলো মহান মুক্তিযুদ্ধ। কিন্তু, দীর্ঘ ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভ্রান্ত বয়ান দিয়ে জাতীয় ঐক্য নষ্ট করা হয়েছে, কায়েম করা হয়েছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদী শাসন কায়েম করে মূলত মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা এবং ৪৪ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার ফ্যাসিবাদ হঠাও আন্দোলন এবং তা চূড়ান্ত সফলতায় রূপ লাভ করে। ফ্যাসিবাদী সরকারের দীর্ঘদিনের দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিদেশে অর্থ পাচার, মানুষের কথা বলার অধিকার হরণ এবং সর্বোপরি মানুষের নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনকে অতিষ্ঠ করে তোলে। এসব বিষয়ে বৈষম্য লাঘব করাই ছিল ছাত্র আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। জুলাই বিপ্লব ২০২৪ সফল হওয়ার পেছনে কৃতিত্ব পাওয়ার হকদার হচ্ছে দু’সহ¯্রাধিক শহীদ, হাজারো পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এবং হাজার হাজার নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। শহীদেরাই হচ্ছে বিপ্লবের আসল নেতৃত্ব দানকারী প্রধান মাস্টার মাইন্ড। দল—মত ও ধর্ম—বর্ণের ঊর্ধ্বে উঠে সকল শহীদেরাই আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে। তারাই অতীতের গ্লানি মুছে ফেলে নতুনভাবে বৈষম্যহীন ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে। বিপ্লবের কারিগরদের মর্যাদা সমুন্নত রেখেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে হবে। ইন্ডিয়ান হেজেমনির ষড়যন্ত্র মোকাবেলা ও বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করতে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিভেদের রাজনীতির কবর রচনা করতে হবে। শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতার পালাবদল হলেই জুলাই বিপ্লবের উদ্দেশ্য সফল হবে না। প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া জাতীয় নির্বাচন করে ফেললে ফ্যাসিবাদের পুনরুজ্জীবনের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দিয়ে বিপ্লবীদের নিরাপত্তা ও মর্যাদার গ্যারান্টি দিতে হবে। জনআকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই বিপ্লবের সনদ’ এর মাধ্যমে স্বৈরাচারের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে। জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারী ও নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের গ্যাজেট প্রকাশ ও পুনর্বাসন, মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যাকারী খুনিদের দৃশ্যমান বিচার, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রমাণ দিতে সর্বাগ্রে ছাত্রসংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, আইন—শৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করে জনসাধারণের আস্থাকে আরো মজবুত করা এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

সমাবেশ শেষে গণমিছিল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে জিইসি মোড় ও ২ নম্বর গেটে চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উক্ত নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, হোছাইন, ফখরে জাহান সিরাজি সবুজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট