চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়ানশীপ ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাদি উর রহিম জাদিদ।
বিশ্বদাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত চ্যাম্পিয়নশীপের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, প্রধান বিচারক প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা চ্যাম্পিয়ন ফিদে মাস্টার আব্দুল মালেক, মহসিন জামান পাপ্পু,ক্রীড়া সংগঠক সৈয়দ আব্দুল আহাদ, মহিলা দাবা সংগঠক তানজিলা তুর নূর, ক্রীড়া সংগঠক নুরুল আমিন প্রমুখ।
প্রতিযোগিতায় ৭০ জন রেটেড খেলোয়াড় সহ মোট ১১৮ জন দাবাড়– অংশগ্রহণ করেন। ৯ রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে ৭ দিন ব্যাপী চ্যাম্পিয়নশীপে আগামীকাল সকাল ১০ টায় ২য় রাউন্ড ও বিকাল ৪ টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার শীর্ষ ৬ জন খেলোয়াড় ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ জোন -২ এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করবে।