শিল্প-গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশকে ন্যায়ের পথে পরিচালিত রাখতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম। দেশের সংবিধান রক্ষায় এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায়, আইন পেশায় যারা আছে, তাদের কাঁধে রয়েছে বড় দায়িত্ব।
উপদেষ্টা ৭আগস্ট চট্টগ্রাম আইনজীবী অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর “অভিষেক ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিচারপ্রার্থীদের সঠিক আইনি সহায়তা প্রদান করা শুধু পেশাগত দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্বও। ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের হতে হবে স্বাধীন, নিরপেক্ষ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ।
যারা সমাজে পিছিয়ে আছেন, দুর্বল ও নিপীড়িত—তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে আমাদের সংবিধানই মূল দিকনির্দেশক। আইনজীবীরা যদি নিজেদের কাজ নিষ্ঠা ও সততার সঙ্গে করেন, তবে একটি প্রজন্ম ন্যায় ও নীতির পথে বড় হবে।
উপদেষ্টা আরো বলেন,জুলাই গণ-অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক সাহসী পদক্ষেপ। এ আন্দোলনে আইনজীবীরা শুধু ন্যায়ের পক্ষে ছিলেন না, তাঁরা নিজে রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ.এস. এম বদরুল আনোয়ার,চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ মো.নুরুল ইসলাম,চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.হাসানুল ইসলাম,চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান,চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনজীবীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।