1. news@2takarkhobor.online : 2takarkhobor.online 2takarkhobor.online : 2takarkhobor.online 2takarkhobor.online
  2. info@www.2takarkhobor.online : ২ টাকার খবর :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত, আজ থেকেই কার্যকর ‘নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে’ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের ইসির যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬টি দল ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনমত গঠন করে জামায়াত প্রার্থীকে বিজয় করতে ভূমিকা রাখতে হবে পশ্চিম বাকলিয়ায় নির্বাচনী সেন্টার ও বুথ কমিটির প্রতিনিধি সভায় মুহাম্মদ শাহজাহান হাতিয়ায় অস্ত্র সহ গ্রেফতার নিজামের ফাঁসির দাবিতে জেলেদের বিক্ষোভ মিছিল চট্টগ্রাম মহানগরী জামায়াতের ওলামা সমাবেশে ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন সাহসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

হানিফ উদ্দিন সাকিব:হাতিয়া 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে স্থায়ী ফেরি সার্ভিস চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত হাতিয়ার প্রায় পাঁচ শতাধিক প্রবাসী ও শিক্ষার্থী অংশ নেন।বক্তারা বলেন, হাতিয়ার একমাত্র ভরসা নৌপথ, যা দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও বিপুল পরিমাণ পণ্য পরিবহন হয়। কিন্তু ফেরি সার্ভিস না থাকায় স্থানীয়রা ঝুঁকিপূর্ণ ট্রলার ও স্পিডবোটে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটনাও কম নয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ হলে দ্বীপবাসী পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।তাঁরা অভিযোগ করেন, নৌপথে যাত্রী হয়রানি, জিম্মি করে ভাড়া আদায় এবং অমানবিক আচরণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে জরুরি রোগী, শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা সরকারের প্রতি দ্রুত

হাতিয়া–নোয়াখালী নৌরুটে ফেরি সার্ভিস চালুর আহ্বান জানান এবং বিলম্ব হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, “হাতিয়ার যাতায়াত ব্যবস্থা যেন গাজার মতো, যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই। জরুরি রোগী কিংবা গর্ভবতী মা নদী পার হতে গিয়ে সন্তান হারাচ্ছেন, এমনকি প্রাণও দিচ্ছেন।সংগঠনের সমন্বয়ক ডা. মো. জোবায়ের বলেন, “হাতিয়ার জীবনমান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নিরাপদ নৌপথ অপরিহার্য। এই ক্ষেত্রে ফেরির বিকল্প নেই।” অপর সমন্বয়ক মো. আয়াত হোসেন জুয়েল জানান, “ফেরি চালু হওয়া মানে প্রায় ১০ লক্ষ মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা, যা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার।”সমন্বয়ক ইসমাইল হোসাইন তাফসির ও মোহাম্মদ আলী হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেরি সার্ভিস বাস্তবায়ন না হলে শিগগিরই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক নঈম শামীম খান। উপস্থিত ছিলেন বিএনপির নেতা সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, নোয়াখালী-৬ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরেফিন আলী, সদস্য সচিব রিয়াজ মাহমুদ, হাতিয়ার কথা পত্রিকার সম্পাদক মো. কেফায়েত,আয়াত উল্যাহ জুয়েল,মো. রিদয়, মো. হিমেলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল— “ফেরি চাই, বঞ্চনা নয়”, “হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ চাই” এবং “নৌযান হয়রানি বন্ধ করো”।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট