তারেক রহমান বলেন, দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই চলবে। দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি।
সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে একটি দাবিই আমরা বারবার করে আসছি—তা হলো জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি। এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ, যার প্রকৃত মালিক এই দেশের ২০ কোটি মানুষ। তাই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এই দেশ পরিচালিত হওয়া উচিত। তিনি বলেন, যারা সংখ্যাগরিষ্ঠ, তারা কী চায়, কেমন রাষ্ট্র চায়—সেই অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। কারণ, দেশের প্রকৃত ক্ষমতার উৎস জনগণ।
তিনি আরও বলেন, ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেয় কে বা কারা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশ পরিচালনা করবে। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই বহু মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন। এই বাস্তবতা থেকেই বিএনপি জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।