নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৬ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন প্রধানশিক্ষক ও ২ জন সহকারী শিক্ষককে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার প্রধান মোহাম্মদ আকবর হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ আকবর হোসাইন,উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধানশিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধানশিক্ষক মুহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম বিল্লাহ, মনোয়ারা বেগম লাইজু শাহীন, ছায়েদুল হক মিঠু প্রমুখ।
এ সময় আরো বক্তব্য রাখেন এ এম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর জনিত বিদায়ী প্রধানশিক্ষক মোহাম্মদ ফারুকে আজম,পশ্চিম লক্ষিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোফলেহ উদ্দীন,জোড়খালী হাজী শাহজাহান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রহমান আলী,সুখচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দিন,তমরদ্দি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারীশিক্ষক মাধবী রানী দেবী, চরকিং বোয়ালিয়া জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উক্ত অনুষ্ঠানে হাতিয়া উপজেলায় কর্মরত ২২৭ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।