হানিফ উদ্দিন সাকিব:হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয়তাবাদী ছাত্রদলের হাতিয়া উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটি ঘোষণা করায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৩ আগষ্ট) বিকেলে এ আনন্দ মিছিল করেছে হাতিয়া উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদল।এর আগে গতকাল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত এক চিঠিতে এ আহবায়ক কমিটি দুটোর অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত হাতিয়া উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন অনুমোদিত হাতিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব চৌধুরী, সদস্য সচিব আবদুল হালিম, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ মাহমুদ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
আনন্দ মিছিলটি হাতিয়া উপজেলার জিরো পয়েন্টের উত্তর প্রান্তের হোটেল রেড সী’র প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে হাতিয়া ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ প্রদক্ষিণ করে দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। দ্বীপ সরকারি কলেজ গেইটে এক সমাবেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক রিয়াজ মাহমুদ।
আহবায়ক রিয়াজ মাহমুদ বলেন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা যেন যথাযথ ভাবে পালন করতে পারি। ছাত্রদলের প্রতিটি কর্মীকে সাথে নিয়ে দলের স্বার্থে সম্মানের সাথে সমাধান করতে পারি সেক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কামনা করছি।
এদিকে মঙ্গলবার রাতে খবর প্রকাশের পর পরই উপজেলা বিভিন্ন প্রান্তে ছাত্রদলের ইউনিটগুলোতে আনন্দ মিছিল বের করা হয়। এসময় দলীয় নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।