বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক অফিস সম্পাদক, বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস ফরিদা খানমের পিতা মাস্টার মাওলানা হুমায়ুন কবিরের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাস্টার মাওলানা হুমায়ুন কবিরের মৃত্যুর সংবাদ শুনে মরহুমের বাসায় তাঁকে দেখতে ছুটি যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল। তিনি মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মুনাজাত করেন।
বৃহস্পতিবার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার।
সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড় কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, মরহুমের ছেলে মাসুদুর কবির, জামাতা মাওলানা আবুল কালাম, মিজানুর রহমান প্রমুখ
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেছেন চট্টগ্রাম মহানগরীর সাবেক অফিস সম্পাদক মাস্টার মাওলানা হুমায়ুন কবির। একইদিন রাত ৯টায় ডবলমুরিংয়ের গুলবাগ আবাসিক এলাকা, বেপারী পাড়া, ফুলকলির সামনে এক্সেস রোডে জানাজা অনুষ্ঠিত হবে।