1. news@2takarkhobor.online : 2takarkhobor.online 2takarkhobor.online : 2takarkhobor.online 2takarkhobor.online
  2. info@www.2takarkhobor.online : ২ টাকার খবর :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মহানগরীর সাবেক অফিস সম্পাদক মাস্টার মাওলানা হুমায়ুন কবিরের রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাচং বাজারে ব্রিজের গর্তে যেন মরণ ফাঁদ ভোলাহাটে কানের সোনা বন্ধক রেখে ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার! ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন! মহিষের পাল দিয়ে কৃষকের ফসল খাওয়ানোর প্রতিবাদে মানববন্ধন নৌবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ দিলু অস্ত্রসহ আটক! বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের আলোচনা সভায় ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাতিয়ায় ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন গণমাধ্যমকর্মীরা দেশ ও দেশের মানুষের জন্যই রাজনীতি করি: তারেক রহমান

ভোলাহাটে কানের সোনা বন্ধক রেখে ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরীব-অসহায় রিক্সা চালকের বউ জুলেখা ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে (সুদের উপর) মেম্বারকে টাকা দিয়েও কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা!

অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের টানাপোড়েনের মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে।

জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বাৎসরিক কার্ডের তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।

জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। উপায়ন্তর না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেললেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্ বলেন, বিষয়টি আমার সচিবের কাছে শুনেছি। তবে আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের বউয়ের কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।

এ বিষয়ে মেম্বার আব্দুর রাকিবের মোবাইল নম্বর ০১৭০৫৯০২৮২৬ যোগাযোগ করা হলে তিনি বলেন, গত পরশু ইউএনও স্যারের কথা বলে এসেছি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা মিথ্যা প্রপাগাণ্ডা করেছে ফাঁসানোর জন্য বলে তিনি জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে ভিডাব্লিউবি (শিশু মাতা)’র কার্ড পেতে কানের সোনা বন্ধক রেখে (সুদের উপর) সাড়ে ৫ হাজার দিয়েও কার্ড পেলো না জুলেখার কান্না জড়িতকণ্ঠের ছবি। পাশে-স্বামী রিক্সা চালক আব্দুস সামাদ ও সংশ্লিষ্ট ইউপি মেম্বার আব্দুর রাকিব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট