নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড (সি, ইউনিট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল নারিকেল তলাস্থ হক সাহেব জামে মসজিদে ১৫ আগস্ট, শুক্রবার বাদে আছর সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।
বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর, নগর বিএনপির সদস্য মোঃ মাহাবুব এলাহী, থানা কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান, সাবেক যুগ্ম সম্পাদক -মোঃ মিজানুর রহমান পারুল, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নওশাদ হোসেন, সাবেক নগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হোসেন টিটু, সহ-সভাপতি মোঃ আর,জে রাসেল, ইপিজেড থানা যুবদলের হোসেনী মোবারক রিয়াদ সহ বিএনপি, যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল,তাঁতীদল,কৃষক দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হক সাহেব জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব।
দোয়া ও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তাঁর সংগ্রামী জীবনের দীর্ঘায়ু এবং জিয়া পরিবারকে আগামীতে সাফল্য মন্ডিত করার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা হয়েছে।