বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে একটি যুগসন্ধিক্ষণের নির্বাচন। বিগত ষোলো বছরের ফ্যাসিস্ট শাসনামলের গ্লানি মুছে ফেলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারই হবে আগামী নির্বাচনের লক্ষ্য। এই নির্বাচনে তাদেরকেই বিজয়ী করতে হবে, যারা ফ্যাসিস্ট শাসনামলে এবং বিশেষ করে চব্বিশের জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের স্বপ্নকে ধারণ করবে। সকল বৈষম্য দূর করে একটি ইনসাফসমৃদ্ধ দেশ গঠন করতে পারবে।
শ্রমিক-মজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে। আর সেই লক্ষ্য পূরণে সবচেয়ে এগিয়ে আছে দাঁড়িপাল্লা প্রতীক। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শ্রমিকজনতার জোয়ার সৃষ্টি করতে হবে। শ্রমিক-মালিক, যুবক-বৃদ্ধ, নারী-পুরষ নির্বিশেষে আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আজ সকালে নগরীর একটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যকরী কমিটির ২য় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপর্যুক্ত কথা বলেন। জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদারের সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিন জেলার উপদেষ্টা অধ্যাপক মওলানা মুহাম্মাদ নুরুল্লাহ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক,অধিবেশনে নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ চট্টগ্রামের এই অঞ্চল অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনাময়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ, লবণশিল্প ও মৎস্যশিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা, কৃষি উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশ সম্ভব হলে এই অঞ্চলের চেহারা পালটে যাবে।
আর এই কাজগুলো বলিষ্ঠভাবে সম্পন্ন করতে প্রয়োজন শ্রমিকবান্ধব ও জনদরদি নেতৃত্বকে আগামী নির্বাচনে বিজয়ী করা। শ্রমিকসমাজের প্রতি বৈষম্য দূর করতে যারা যথাযথ পদক্ষেপ নেবেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি বন্ধ করবেন। বেকারত্ম দূর করে কর্মসংস্থানের ব্যাপক পদক্ষেপ নেবেন। তাই আসুন, আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও শ্রমিকবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করি।
অধিবেশনে আরও বক্তব্য রখেন শ্রমিক নেতা শফিউল আলম, শরফুল আমিন চৌধুরী ,আরিফুল ইসলাম আবিদ,মাষ্টার এনামুল হক,আ ন ম মহিউদ্দিন ,আ ন ম শোয়াইব ,আবদুস সালাম ,মওলানা জোবায়ের আহমদ ও ডাক্তার মুহাম্মদ ইউনুস প্রমূখ