বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় স্বল্প সময়ে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ।
উপদেষ্টা ১৬ আগস্ট, শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আয়োজনে পতেঙ্গা ডেসপাস টার্মিনাল থেকে ২৪৯.৪২ কিলোমিটার দৈর্ঘ্যেরর পাইপলাইন উদ্বোধন অনুষ্ঠানে বলেন, প্রতি বছর প্রকল্প থেকে ৩২৬ কোটি টাকা আয় হবে।
প্রতি বছরে পরিচালন ব্যয় হিসেবে খরচ হবে ৯০ কোটি টাকা। এতে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হবে। প্রকল্পের খরচ ১৬ বছরের মধ্যে উঠে আসবে।
উপদেষ্টা বলেন, এ প্রকল্পের মাধ্যমে ‘স্বল্প সময়ে, দ্রুত গতিতে’ তেল পরিবহন করা যাবে। প্রতিকূল পরিবেশেও বিশেষ করে বিরূপ আবহাওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও তেল সরবরাহ করা যাবে। এতে করে পরিবেশ দূষণ ও ‘সিস্টেম লস’ রোধ করা সম্ভব হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ও ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
২০১৮ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পে ব্যয় হয়েছে তিন হাজার পাঁচশ কোটি টাকা। পাইপলাইনটি পতেঙ্গা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়ে সমাপ্ত হয়েছে। এটি রক্ষণাবেক্ষণে ৫টি সেকশনালাইজিং ভাল্ব স্টেশন, গোদনাইল ও ফতুল্লায় রিসিভিং টার্মিনাল এবং কুমিল্লায় পিগিং স্টেশন ও পেট্রোলিয়াম ডিপো করা হয়েছে।
এটি ফতুল্লা পর্যন্ত যাওয়ার পথে বিশটি নদীর তলদেশ অতিক্রম করেছে।এই পাইপলাইনের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ হাসান উজ জামান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।