গতকাল সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপের নিরাপত্তা ও যুদ্ধ বন্ধে করণীয় বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা হয়।
জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ প্রথম জানায়, বৈঠকের মাঝপথে ট্রাম্প হঠাৎ করে পুতিনকে ফোন করেন। ক্রেমলিন সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে বলা হয়েছে দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট কথোপকথন হয়। পুতিনের একজন সহকারী জানিয়েছেন, আলোচনা ছিল ‘গঠনমূলক ও তাৎপর্যপূর্ণ’।
ডোনাল্ড ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিলেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি পুতিনকে ফোন করবেন। তবে বৈঠকের মাঝপথেই ফোন করায় অনেকেই তাৎক্ষণিকভাবে বিস্মিত হন।











