প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করলেন ট্রাম্প
চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপ ঘিরে বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলেও পরে আবার আলোচনা স্বাভাবিকভাবে শুরু হয়।
গতকাল সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপের নিরাপত্তা ও যুদ্ধ বন্ধে করণীয় বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা হয়।
জার্মান সংবাদমাধ্যম 'বিল্ড' প্রথম জানায়, বৈঠকের মাঝপথে ট্রাম্প হঠাৎ করে পুতিনকে ফোন করেন। ক্রেমলিন সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে বলা হয়েছে দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট কথোপকথন হয়। পুতিনের একজন সহকারী জানিয়েছেন, আলোচনা ছিল ‘গঠনমূলক ও তাৎপর্যপূর্ণ’।
ডোনাল্ড ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিলেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি পুতিনকে ফোন করবেন। তবে বৈঠকের মাঝপথেই ফোন করায় অনেকেই তাৎক্ষণিকভাবে বিস্মিত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন- ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।
এই উচ্চপর্যায়ের বৈঠক এবং ট্রাম্প-পুতিন ফোনালাপকে ইউক্রেন সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এর ফলাফল কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।
সূত্র: রয়টার্স
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত