
বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের সহযোগিতায় আজ ২৫ আগস্ট, সোমবার, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগঠনের আয়োজনে নগরীর বহদ্দারহাট নতুন চান্দগাঁও থানা সংলগ্ন ইউসিটিসির সামনের সড়কের মিডআইল্যান্ড ও নতুন চান্দগাঁও থানার সামনে সংযোগ সড়কের মিডআইল্যান্ডে বৃক্ষরোপন-বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব আবু সুফিয়ান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ।
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় চরম হুমকির মুখে আমাদের বাংলাদেশ। এ সংকট কাটিয়ে উঠতে বৃক্ষ রোপণ গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন। এ সামাজিক আন্দোলন সফল করতে এবং সবুজে সবুজে চট্টগ্রামকে সাজাতে শিক্ষক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক ও এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মো মাসুদ রানা। এসময় আরও বক্তব্য রাখেন ৫ নং মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ, সংগঠনের সদস্য লায়ন মো : মাহতাবউদ্দিন, মুহাম্মদ জেবর মুল্লুক, আকতার হোসেন নিজামী, মোহাম্মদ আসিফ, ইউসিটিসির মার্কেটিং হেড অভিমান ঘোষ দস্তিদার। এসময় ইউসিটিসির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উদ্বোধক শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ঔষধী ও ফুলের চারা বিতরণ করেন এবং সড়কের মিড আইল্যান্ডে চারা রোপণের মধ্যে দিয়ে কর্মসূচী উদ্বোধন করেন।