
চট্টগ্রাম নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দল ও মতের ঊর্ধ্বে উঠে জনগণের পরীক্ষিত বন্ধুকে বেছে নিতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের উন্নয়ন ও সেবার জন্য কাজে লাগানো হবে, কোনো প্রকার অপচয় বা দুর্নীতি করা হবে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড আয়োজিত এলাকাবাসীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সংকীর্ণতা দূর করে হিন্দু-বৌদ্ধসহ সব ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করা হবে। জনগণের সুখ-দুঃখের সঙ্গী হওয়া একজন প্রকৃত জনপ্রতিনিধির দায়িত্ব।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সভাপতি মুহাম্মদ নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এস এম লুৎফর রহমান ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।
অতিথিরা বলেন, হেলালী জনগণের স্বার্থে রাজনীতি করে থাকেন। এলাকার উন্নয়ন ও সরকারি বরাদ্দের সুষ্ঠু ব্যবহার হবে তার হাত ধরেই। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও সভায় অংশ নেন এবং হেলালীর প্রতি আস্থা প্রকাশ করেন।