
ধর্ম ও সংস্কৃতি সংবাদ:
নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের ,চান্দার পাড়ায় চট্টগ্রাম মডেল স্কুলে ঈদে মিলাদুন্নবী (সাঃ)উদযাপন উপলক্ষে বিশেষ আয়োজনে হাম -নাতে রাসুল,ক্বেরাত, ইসলামী গজল,ধর্মীয় সংগীত বিষয়ক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ গতকাল বুধবার সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম মডেল স্কুল’র ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.খলিলুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দারপাড়া ঈদে মিলাদুন্নবী (সা:)উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহেদ, আলোচক অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক , বিশিষ্ট কলামিস্ট, লেখক ও মানবাধিকার সংগঠক এম. নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে সোনালী আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ মাসুদ পারভেজ, প্রধান শিক্ষক মো. হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকার সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওসমান, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম,রুমানা পারভীন,মোমিনা আক্তার ও মোহাম্মদ জসিম প্রমূখ।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত এবং তবারুক বিতরণ করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।