
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে জাতীয় দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠিত হয় আজকের আয়োজন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব অফিসে মানবকণ্ঠের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি মোঃ সায়েস্তা মিয়া ও প্রেসক্লাবের আয়োজনে মানবকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভা বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল হাই বলেন, সংবাদ জগতে মানবকণ্ঠ যুগ পেরিয়ে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা মানবকণ্ঠের বিশ্বনাথ প্রতিনিধির মাধ্যমে এই জনপদের সমস্যা, অভাব, অভিযোগ, উন্নয়ন, রাজনীতি, অর্থনীতি সহ সকল বিষয়ে তথ্য ও গঠনমূলক সংবাদ আশা করি। মানবকণ্ঠ গণমানুষের মুখপত্র হোক,পাঠক প্রিয় হোক এই পত্রিকা। জাতীর স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো বহুপথ এগিয়ে যাবে এমনটি আশাবাদ ব্যক্ত করছি।
উপজেলা প্রতিনিধি মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি মো: শাহিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, অলংকারী ইউনিয়নের মেম্বার মোঃ বশির উদ্দিন।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, বিজেপি নেতা এসএম রফিক আহমদ, পৌর কৃষক দলের সদস্য সচিব আব্দুল আজিজ, ২ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ রফিক আলী, বিজি মিডিয়ার চেয়ারম্যার রফিক আহমদ সহ রাজনৈতিক ও প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।