বুলবুলে চাটগাম মাওলানা হারুনুর রশিদের সার্বিক পৃষ্ঠপোষকতায় চরকানাই বড় জামে মসজিদে ৩য় বারের মত অনুষ্ঠিত ৪০দিন ব্যাপী জামাতে নামায আদায়ের ক্যাম্পেইন শেষে পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়েছে আজ ১৯শে সেপ্টেম্বর রোজ জুমবার।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম
বি আই এ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আযহারি।
শতাধিক শিশু কিশোর উক্ত আয়োজনে অংশগ্রহন করে ৪০দিনে সর্বোচ্চ ২০০ওয়াক্ত জামাতে নামায আদায় করে পুরস্কার হিসেবে জিতে নেন সাইকেল সহ বিভিন্ন পুরস্কার। এছাড়াও অংশগ্রহনকারী সবাইকে অনুপ্রানিত করতে স্বান্তনা পুরস্কার দেওয়া হয়।
পুরস্কান বিতরন শেষে সাফওয়ান আযহারি বলেন শিশু কিশোরদের নামাযে আগ্রহী করে তুলতে সব মসজিদে এরকম আয়োজন করা উচিত।
ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিপথে না যায় সেজন্য তাদেরকে এখন থেকে সঠিক সুন্দর কাজের দিকে ধাবিত করতে হবে। এক্ষেত্রে সমাজের সচেতন মহল'কে এগিয়ে আসার আহবান জানান তিনি।