
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আদর্শ মানেই ইসলাম। তাই একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হলে
ইসলামি মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন আদর্শ শিক্ষকের ভূমিকাই পারে একটি আদর্শ জাতি গঠনে পথ দেখাতে। তারা শিক্ষকদের আত্মশুদ্ধি, দায়িত্ববোধ এবং ইসলামি মূল্যবোধে অনুপ্রাণিত থেকে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম নগরীর একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ আকাশ এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি লুৎফর রহমান, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ নুরুন্নবী ও দক্ষিণ জেলা সভাপতি মওলানা মোঃ ইসমাইল হাক্কানী, মহানগরী সেক্রেটারি ড. আ.ম.ম মসরুর হোসেন প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা ব্যবস্থা ঠিক হলে বাংলাদেশের পুরা রাষ্ট্র ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তাই এই বিষয়ে শিক্ষক সমাজকে সজাক থাকতে হবে। তিনি আশ্বস্ত করেন বাংলাদেশ ইসলামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কাজ শুরু করবে।
অনুষ্ঠানে শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা মাহবুবুর রহমান।
পরিশেষে মহানগর সভাপতি অধ্যাপক নুরুন্নবীর সমাপনী বক্তব্যের মধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।