
দচট্টগ্রামের বাঁশখালীতে মাদক বিরোধী অভিযানে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া হিন্দুপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিরস্ত্র) বিভাস কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুরপাড়ে রাখা ২৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। তবে এসময় চোলাইমদ তৈরির সঙ্গে জড়িত কুখ্যাত ডাকাত বদিউল আলম ওরফে ডাকাত বদি (৪৫) ও অজ্ঞাত আরও দু’জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, বদিউল আলমের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এই ঘটনায় বদিউল আলম ও তার সহযোগী অজ্ঞাত দুইজনকে আসামি করে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান,
“আমরা গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার করেছি। এসময় প্রধান আসামি বদিউল আলম ও তার সহযোগীরা পালিয়ে যায়। বদিউল আলম ওরফে ডাকাত বদি একজন চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।