
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোনো মানব-রচিত গ্রন্থ আমাদের জন্য প্রকৃত গাইডলাইন হতে পারে না। একমাত্র আল-কুরআনই হচ্ছে আমাদের পথপ্রদর্শক। আর আল-কুরআনে রয়েছে সমগ্র মানবজাতির কল্যাণের দিকনির্দেশনা। তিনি বলেন, আমাদেরকে ‘রহমানের বান্দা’ হতে হবে। আর রহমানের বান্দা হওয়ার জন্য পবিত্র কুরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের দেওয়ান বাজারস্থ বিআইএ মিলনায়তনে তালিমুল কুরআন ফাউন্ডেশনের মুয়াল্লিমদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা এহছানুল হক।
ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, একজন মুসলিম হিসেবে প্রতিদিন কুরআন অর্থসহ বোঝে পড়ার চেষ্টা করা উচিত। কুরআন কেবল খতম করার জন্য নয়, বরং এর আলোকে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার লক্ষ্যেই এটি নাজিল হয়েছে। যারা কুরআন পাঠ করেন, তারা যেমন আলোকিত, তেমনি যারা কুরআনের পক্ষে কাজ করেন, তারাও আলোকিত হয়ে ওঠেন।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) হাদীসে বলেছেন—তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। কুরআনের শিক্ষার মাধ্যমেই আমরা আলোকিত মানুষে পরিণত হতে পারি। তাই আমাদেরকে কুরআনের আলোকে বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংসদসহ সমাজের প্রতিটি স্তরে কুরআনের বিধান বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। তাহলে আমাদের পরকালে নাজাত মিলবে।