
কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক গোডাউন হতে চুরির ঘটনায় জড়িত ০২ জন চোর গ্রেফতার সহ চোরাই হওয়া মালামাল উদ্ধার।
গত ০১/০৯/২০২৫ ইং তারিখ হইতে বিভিন্ন তারিখ ও সময়ে রাত্রিবেলায় সঙ্গোপনে ঘটনাস্থলে স্থিত ডেভেলপার অফিস, দোকান, গোডাউন, মাল্টিপারপাস অফিস, বাসায় প্রবেশ করিয়া তথা হইতে বিভিন্ন মালামাল চুরি করিয়া আসিতেছিল একটি চোর চক্র। উক্ত চুরি ঘটনায় ভোক্তভোগী বাদী হইয়া থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে উক্ত ঘটনায় বাদী থানায় সংবাদ প্রদানের পর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, এসি কোতোয়ালী জোন, সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃর্ত্বে কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক টিম অভিযান পরিচালনা করিয়া আসামী ১। রাহুল দাশ (২৫), পিতা-দিলীপ কুমার দাশ, মাতা-মৃত শিখা দাশ, সাং-সৈয়দ বাড়ী, ৮নং ওয়ার্ড, হিন্দু পাড়া, দিলীপের বাড়ী, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-আপ্যায়ন হোটেল, ২য় তলা, হরি দাশ এর বিল্ডিং, উর্মি জুয়ের্লাস এর মালিকের ভাড়াটিয়া, হাজারী লেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ২। ওমর ফারুক (২৫), পিতা-সিরাজ হোসেন, মাতা-এয়াছমিন বেগম, সাং-ডুলিআটা, (রমিজ উদ্দিন ব্যাপারী বাড়ী), থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-মসজিদ গলির ভিতর, হাজারী লেইন, খালেক সওদাগরের সেমি পাকা বাসা, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার পূর্বক কোতোয়ালী থানাধীন ৪৭ নং বান্ডেল রোড, পাথরঘাটাস্থ আঞ্জুমান ইলেকট্রিক দোকান হইতে চোরাই যাওয়া ০১। ০৮ টি কালো রংয়ের পার্কিং লাইট, ২। ৪১ টি এলএডি ছড়া, যাহা হলুদ ও সাদা রংয়ের তার, যাহার মধ্যে ছোট ছোট এলএডি লাইট সংযুক্ত প্রাপ্ত উদ্ধার পুর্বক জব্দ করা হয়। উক্ত মামলায় ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতার ও আরো আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।