নিজস্ব প্রতিবেদক:
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড আকমল আলী রোডস্থ এলাকায় দারুস সুন্নাত রওশনিয়া মহিলা মাদ্রাসা ও মিফতাহুল জান্নাত হিফজ একাডেমীর উদ্যোগে ৮ম তাফসীরুল কুরআন মাহফিলে উপরোক্ত কথা বলেন মাহফিলের প্রধান অতিথি, জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম -১১ প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকারম, ওয়ার্ড জামায়াতের আমির মোঃ ওসমান গনি।
মাহফিলে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস হক্কানী, শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি শফিউল আলম আরো বলেন, নারী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের কঠোর নিরাপত্তা বিধান করে নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন।
পরিশেষে বিশেষ মোনাজাত ও তবারুক বিচরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে জমকালো তাফসীরুল কুরআন মাহফিল।