কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক হাজারী লেইন মসজিদ গলিস্থ এলাকা থেকে সার্জিকেল গোডাউনের ভিতর হতে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার*
সূত্রঃ কোতোয়ালী থানার মামলা নং-৫৩ তারিখ-২৮/১০/২০২৫ইং ধারা-৪৬১/৩৮০ পেনালে কোড
মামলার বাদী মোঃ ইসমাইল (২৫) পিতা- মোঃ লোকমান, মাতা-ফাতেমা বেগম, স্থায়ী সাং- উত্তর কাঞ্চনা, ডাকঘর- মনু ফকিরহাট, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-জে.এম প্লাজা, ৪৫ নং জেল রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, মোবাইল নং-০১৮৬৭-৯৯৩৬৪৯ থানায় হাজির হইয়া এজাহার দায়ের করেন যে, গত ২৭/০৯/২০২৫ইং তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকা হইতে ২৮/০৯/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে অজ্ঞাতনামা চোর/চোরেরা কোতোয়ালী থানাধীন ৬নং হাজারী লেইন, মসজিদ গলি বাদীর ভাড়াকৃত সার্জিকেল মালামালের গোডাউনের ভিতর হতে বিভিন্ন আইটেমের মালামাল অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায়। বাদীর এজাহার ভিত্তিতে কোতোয়ালী থানার মামলা নং-৫৩ তারিখ-২৮/১০/২০২৫ইং ধারা-৪৬১/৩৮০ পেনালে কোড রুজু করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে মামলার রুজুর পর মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মহোদয়ের সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে “, এসআই (নিরস্ত্র) মোঃ আজহারুল ইসলাম, এসআই(নিরস্ত্র) শরীফ উদ্দিনসহ অন্যান্য অফিসারগণ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইং ২৭/১০/২০২৫ তারিখ রাতের বেলায় ঘটনায় জড়িত আসামী মোঃ মেহরাজ আলম তাহিন (১৯) ও আসামী সীমান্ত দাশ (২১)দ্বয়কে গ্রেফতার পূর্বক তার আসামীদ্বয়ের দেখানো ও সনাক্তমতে ১। স্যাভলন টুইংকেল বেবী ডাইপার-১৮ কেস, ২। ফ্রিডম সেনেটারী ন্যাপকিন-২০ কার্টুন, ৩। নিউ কেয়ার বেবী ওয়াইপস ০৭ প্যাকেট, ৪। বিভাচেক ব্রি ব্লাড গ্লোকোজ টেস্ট স্ট্রিপস ১০ বক্স, ৫। টসিবা থার্মোমিটার-০৩ বক্স প্রাপ্ত হইয়া সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ মেহরাজ আলম তাহিন (১৯), পিতা- মো: শাহ আলম ভূঁইয়া, মাতা- মুনমুন আক্তার মজুমদার, সাং-০৬নং হাজারী লেইন, মসজিদ গলি, ভুঁইয়া ভিলা, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম,
২। সীমান্ত দাশ (২১), পিতা-নারায়ন দাশ, মাতা- জুনু দাশ, সাং- ধর্মপুর, খামার পাড়া, আনন্দ ডাক্তার বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বার্তমানে চাক্তাই আমিন হাজী রোড, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম