
হোসেন বাবলা:চট্টগ্রাম
চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত ও চট্টগ্রাম লায়ন্সের সাবেক গভর্নর আলহাজ্ব রফিক আহমদ।
তিনি আজ বুধবার বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালতলাস্থ মমতা মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- প্রধান নির্বাহী মোঃ ফারুক, সিনিয়র পরিচালক সমন্বয় মিসেস স্বপ্না তালুকদার, পরিচালক অর্থ -ইকবাল আল মাহমুদ, পরিচালক ও ক্লিনিক ম্যানেজার মিসেস রেহেনা বেগম, সিনিয়র কনসালটেন্ট (পাবলিক হেলথ) ডাঃ ফারহানা তাবাসসুম,সন্ধানী চমেক ইউনিটের কো- অডিনেটর স্মিতা বিশ্বাস। আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকাল কমিউনিটি লিডারের প্রতিনিধি ও সংগঠক মোঃ নওশাদ, স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠক আশরাফ উদ্দিন আল সাবা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সন্ধানী রক্তদান ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের ঘোষিত তারণ্য উৎসব উপলক্ষে রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং হেপাটাইটিস বি বিষয়ে বিশেষ পরামর্শ এবং সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে সার্বিক সহযোগিতা প্রদান করে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।
উদ্বোধন কালে অতিথিরা বলেন,রক্ত দিন জীবন বাঁচান এবং নিজে সচেতন হয়ে নিরাপদ স্বাস্থ্যবান জীবন গড়ার অনুরোধ জানিয়েছেন। কর্মসূচিতে ২৫ ব্যাগ রক্ত ও শত শত মানুষ কে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়, সন্ধানী আইডি কার্ড বিতরণ করা হয়।