ক্রীড়া প্রতিবেদন:
আসন্ন সিডিএফএ অ-১৫ একাডেমিক প্রস্তুতি উপলক্ষে নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫সিজন-৩ এর ২য় রাউন্ডের শেষ ম্যাচে ৩-০ গোলে প্রয়াত ফুটবলার শফিউল আলম স্মৃতি কে হারিয়ে ফাইনালে উঠেছে প্রয়াত উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ মন্টু স্মৃতি।
শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে ২য় রাউন্ডের খেলা উদ্বোধন করেন একাডেমির পরিচালক সদস্য ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার।
এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও, ক্রীড়া ,পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা ,সহকারী কোচ মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের উইংগার শাহাদাত হোসেন।
খেলা পরিচালনা করেছেন রেফারি মোঃ ওমর ফারুক, সহকারী রাহুল ও মোঃ লাবিব,ম্যাচ কমিশনার মোঃ আলাউদ্দিন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রেফারি মোঃ ওমর ফারুক ও খলিলুর রহমান হাওলাদার।
আগামী ৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলাও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।