নুর মোহাম্মদ,কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে সামাজিক দক্ষতা ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক সংবেদনশীলতা মূলক অনুষ্ঠান ও রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিএসকে- কেএনএইচ- বিএমজেড প্রকল্পের সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রিনা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন শক্তিশালী করতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সৃজনশীল কার্যক্রম নিয়মিত পাঠ্যক্রমের বাইরে গিয়ে শিশুদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে।
প্রতিযোগিতায় বিজয়ীদের ডিএসকে’র পক্ষ থেকে পুরস্কার প্রদানসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডিএসকে’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (এসপিএম) মর্তুজ আলী, টেকনিক্যাল ম্যানেজার (ইয়ুথ) মো. শফিকুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন, কমিউনিকেশন অফিসার অমিত চন্দ্র সরকারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।
প্রধান অতিথি ডিএসকে’র এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি প্রধান অতিথি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে দক্ষিণ মিঠাছড়ি নারী ঐক্য ফেডারেশন দলের কার্যক্রম সম্পর্কে অবহিতহন এবং ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন ও সকল কর্যক্রমে সহায়তার আশ্বাস দেন।