
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপানবাবগঞ্জের ভোলাহাটে প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির এক সময়ের তুখোড় বজ্রকণ্ঠ সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাবর আলী বিশ্বাস বাচ্চু গত ১৩ নভেম্বর ২০২৫ কেন্দ্রীয় বিএনপির আদেশে এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ ও মিষ্টিমুখ করা হয়।
এ সময় উপস্থিত থেকে তাদের প্রিয় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খিজির হায়াৎ মোল্লা, সহসভাপতি মোঃ জামাল উদ্দিন মেম্বার ও মোঃ সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সেলিম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল আলী, সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়াসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।