1. news@2takarkhobor.online : 2takarkhobor.online 2takarkhobor.online : 2takarkhobor.online 2takarkhobor.online
  2. info@www.2takarkhobor.online : ২ টাকার খবর :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোতোয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০৩জন আসামী গ্রেফতার রামুর দক্ষিণ মিঠাছড়িতে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের এনজিওগুলোর সক্ষমতাকে অবজ্ঞার অভিযোগ ইউএনএইচসিআর’র বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ ও ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারিয়েটদের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত ফিরোজশাহ বড় মাদ্রাসার মুহতামিম আল্লামা শেখ তাজুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া উন্নয়ন সম্ভব নয় : অধ্যক্ষ হেলালী কক্সবাজার শহর জামায়াতের সুধী সমাবেশে মুহাম্মদ শাহজাহান “শীঘ্রই শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল ” ২ বছর পর মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা ভোলাহাটে প্রবীণ রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহারে ফুলের মালা দিয়ে বরণ ও মিষ্টিমুখ !!

স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া উন্নয়ন সম্ভব নয় : অধ্যক্ষ হেলালী

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন— স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোনভাবেই টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উন্নয়ন মানে শুধু সড়ক, স্থাপনা বা অবকাঠামো নয়; বরং মানুষের জীবনমান উন্নত করাই রাষ্ট্রের প্রকৃত অগ্রগতি।তিনি বলেন বাংলাদেশ এখন অপার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে । দাঁড়ি পাল্লায় ভোট দেয়ার মাধ্যমে সে সম্ভাবনা কাজে লাগাতে হবে ।আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে ধনী, গরীব সকলে আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে,দুর্নীতি, লুটপাট ও সকল সমাজবিরোধী কাজ কেউ চিন্তা ও করবে না।সে সমাজ ,দেশ প্রতিষ্ঠায় দল মত , ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কুসুমবাগে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যদি তারা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পান, তবে তরুণদের জন্য মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ বিনিয়োগ পরিবেশ গড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সমাজে শিক্ষিত ও দক্ষ তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে; তাই তাদের উন্নয়নই রাষ্ট্রীয় পরিকল্পনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত।

অধ্যক্ষ হেলালী আরও বলেন, উন্নয়নের জন্য প্রয়োজন সততা, বিচক্ষণতা এবং জনগণের প্রতি দায়িত্ববোধ। দুর্নীতি ও স্বজনপ্রীতি উন্নয়নের গতিকে ধীর করে দেয়। জনগণের স্বার্থই রাজনৈতিক নেতৃত্বের প্রথম দায়িত্ব—এই নীতিতে বিশ্বাসী হয়ে জামায়াত জনগণের অধিকার ও কল্যাণে কাজ করতে চায়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মহল্লা নেতা দেলোওয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর মজলিসে শুরা সদস্য ও খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া এবং ওয়ার্ড আমীর মাওলানা আবু রাশেদ প্রমুখ।

এছাড়া কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা ,এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ প্রতিনিধি ও এলাকাবাসী আলোচনা সভায় বক্তব্য রাখেন।

উঠান বৈঠকে উন্নয়ন, জবাবদিহিতা ও সুশাসন নিয়ে উপস্থিতদের আগ্রহ ও অংশগ্রহণ স্থানীয় এলাকায় ইতিবাচক রাজনৈতিক পরিবেশের সৃষ্টি করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট